সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামীকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।
তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন, জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান।
ভারতীয় সংগঠনের পত্র
ভারতের ঘোজাডাঙ্গা সি অ্যান্ড এফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৫ দিন কার্যক্রম বন্ধ থাকবে বলে তাদের অবহিত করা হয়েছে। এর পরদিন ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম আরেকদিন বন্ধ থেকে মোট ৬ দিন স্থবির হয়ে যাবে দুই দেশের বাণিজ্য।
কাস্টমসের ব্যাখ্যা
ভোমরা কাস্টমস রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৫ দিন কার্যক্রম বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হবে না।
পুনরায় কার্যক্রম শুরু
আগামী ৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি শুরু হবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।
