বলিউড তারকা শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা আবারও আইনি জটিলতায় পড়েছেন। লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি অভিযোগ করেছেন, তাঁদের বন্ধ হওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এ ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, যা ব্যক্তিগত স্বার্থে আত্মসাৎ করা হয়েছে।
এই অভিযোগের পর বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শিল্পা ও রাজের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়েছে। শিল্পা শেঠি তা মানতে নারাজ হয়ে, মানহানি ও ভুল তথ্য ছড়ানো হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
শিল্পার আইনজীবী জানিয়েছেন, শিল্পা কারও কাছ থেকে কোনো টাকা গ্রহণ করেননি। যারা তাঁর বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন, তাই বিস্তারিত তথ্য এখন প্রকাশ করা যাচ্ছে না।
