দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ফেরেশতে’ ঢাকার প্রেক্ষাগৃহে চলছে দর্শকের আগ্রহ নিয়ে। গত ১৯ সেপ্টেম্বর, অকালপ্রয়াত নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিনে ছবিটি মুক্তি পায়। মুক্তির পর থেকে দর্শক চাহিদা ধরে রাখায় দ্বিতীয় সপ্তাহেও নিয়মিত প্রদর্শিত হচ্ছে এটি।
নতুন সপ্তাহে সিনেমাটি দেখা যাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে।
- লায়ন সিনেমাস: দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিট
- ব্লকবাস্টারস: সকাল ১১টা ৫০ মিনিট, দুপুর ২টা ৪০ মিনিট, বিকেল ৪টা ৫৫ মিনিট ও রাত ৭টা ৩৫ মিনিট
- স্টার সিনেপ্লেক্স: দুপুর ২টা ১৫ মিনিট ও রাত ৮টা
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ছবিটির গল্প আবর্তিত হয়েছে সাধারণ মানুষের জীবনসংগ্রামকে ঘিরে। ফেরেশতে (জয়া আহসান) একজন গার্মেন্টস কর্মী, স্বামী আমজাদ (সুমন ফারুক) রিকশাচালক। নিঃসন্তান এই দম্পতি প্রতিবেশী এক বধির শিশুর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। দারিদ্র্য ও প্রলোভনের মাঝেও তাদের ছোট ছোট স্বপ্ন—ফেরেশতের নিজের টেইলরস দোকান আর আমজাদের সিএনজি চালানোর ইচ্ছা—গল্পটিকে এগিয়ে নিয়ে যায়।
ফেরেশতে চরিত্রে জয়া আহসানকে দেখা গেছে একাধারে সহমর্মী, সাহসী ও ত্যাগী নারীর ভূমিকায়, যিনি সংসার ও সম্মান দুটোই রক্ষা করেন। সুমন ফারুকের আমজাদ চরিত্রও ফুটিয়ে তুলেছে সৎ ও পরিশ্রমী সাধারণ মানুষের প্রতিচ্ছবি। দুজনের অভিনয়ের ভারসাম্য ছবির আবেগকে আরও দৃঢ় করেছে।
এ ছাড়া রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথীর অভিনয় ছবিটিকে সমৃদ্ধ করেছে।
