৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে এক ম্যাচ হাতে রেখেই জায়গা করে নিয়েছিল ভারত। রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহু প্রতীক্ষিত শিরোপা লড়াই।
গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারতের কাছে পাত্তা না পেলেও এবার ফাইনালে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। তিনি বলেন,
“এ ধরনের ম্যাচ জেতার অর্থ দলটা বিশেষ কিছু। ব্যাটিংয়ে উন্নতি দরকার, আমরা সেটার জন্য কাজ করছি। ফাইনালে কী করতে হবে সেটা আমরা জানি। পাকিস্তান যে কাউকে হারানোর মতো দল।”
অধিনায়কের আত্মবিশ্বাসে ভরসা রাখছেন পাকিস্তানের কিউই কোচ মাইক হেসনও। তার মতে, ফাইনালে জয়ের জন্য এখনো সেরা ক্রিকেটটা খেলতে হবে দলকে।
তিনি বলেন, “বড় ম্যাচে আবেগ থাকবে। তবে মনোযোগ রাখতে হবে কেবল ক্রিকেটে। পাকিস্তান ফাইনালে খেলার দাবিদার, এখন কেবল এক ম্যাচের ফলই সব ঠিক করবে।”
এরই মধ্যে ভারত-পাকিস্তান দ্বৈরথকে ঘিরে উত্তেজনায় ভাসছে সমর্থকরা। সুপার ফোরে অভিষেক শর্মার সঙ্গে তীব্র দৃষ্টিবিনিময় হয়েছিল পাকিস্তানি পেসার হারিস রউফের। ব্যাট-বলের লড়াইয়ে জয়টা এসেছিল অভিষেকেরই। ফাইনালের আগে এক পাকিস্তানি ভক্ত তাই রউফকে মেসেজ দিয়েছেন—
“রউফ, এবার ওকে ছাড়বে না।”
রোববার দুবাইতে ভারত-পাকিস্তানের এই লড়াই ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন এশিয়া কাপ ফাইনালে।
