কলকাতায় এক রাতের প্রবল বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা। পুজোর মুখে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে চলবে বৃষ্টি, কোথাও কোথাও নামবে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণ। সপ্তমী (সোমবার) পর্যন্ত রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা-অন্ধ্র উপকূলের সংলগ্ন এলাকায় এখন ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। এর ফলেই আগামী ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ২৬ সেপ্টেম্বর সেটি ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে এবং ২৭ সেপ্টেম্বর সকালে স্থলভাগে প্রবেশ করবে ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়ে।
এর প্রভাবে অন্তত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বিশেষত ২৭ তারিখে কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কোন জেলায় বেশি বৃষ্টি?
- শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বর্ষণের আশঙ্কা।
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রঝড়-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
- কলকাতায় আলাদা করে সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে।
- উত্তরবঙ্গে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি নামতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরসহ উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে।
সমুদ্রে লাল সতর্কতা
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৩৫-৫৫ কিমি পর্যন্ত। তাই আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। তাঁদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।
