গাজায় ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো বিমান ও স্থল হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় শহরের বিভিন্ন আবাসিক এলাকা, তাঁবু ও গুদামঘর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
শিশুদের প্রাণহানি
বাসাল এএফপি’কে বলেন, গাজা সিটির নৈশ বাজারের কাছে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। এতে আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন।
এ ছাড়া আল-সাহাবা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে দুইজন, আল-ইয়ারমুক মার্কেটে একজন এবং শহরের অন্য এলাকায় বোমা হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।
বাড়িঘর ধ্বংস, নতুন বাস্তুচ্যুতি
নুসাইরাত এলাকায় হেলিকপ্টার হামলায় চারজনের মৃত্যু হয়েছে। একই অঞ্চলের উত্তরে আরেকটি বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন আরও একজন।
ইসরাইলি আগ্রাসনে লাখো মানুষ গাজা সিটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের অনেকেই শহরের কেন্দ্রে আশ্রয় নিয়েছেন—সেখানেই নতুন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
দুই বছরের সংঘাতের ভয়াবহ হিসাব
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, প্রায় দুই বছরের সামরিক অভিযানে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজার ৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে ‘বিশ্বাসযোগ্য’ বলে স্বীকৃতি দিয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited