রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড টাঙ্গাইল জেলায়।সেখানে এর পরিমাণ ৬৪ মিলিমিটার।
অন্যদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
Source:
NRD TV
Via:
NRD NEWS










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited