পূর্ব মেদিনীপুরের তমলুকে পুজোর মরসুমের আগেই ঘটল চাঞ্চল্যকর ডাকাতি। অভিযোগ, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিন জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে স্কুটারে করে মিলননগরের একটি গয়নার দোকানে ঢুকে পড়ে। বন্দুক উঁচিয়ে মুহূর্তের মধ্যেই দোকানের লকার ভেঙে সোনা ও নগদ টাকা হাতিয়ে নেয় তারা।
দোকানের মালিক ও কর্মীদের দাবি, সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার গয়না ও নগদ অর্থ লুট করে পালিয়েছে ডাকাতদল। দোকান ছাড়ার আগে কর্মচারীদের হাত-পা ও মুখ বেঁধে রেখে যায় তারা। কয়েক মিনিটের মধ্যেই ঘটনার সূত্রপাত থেকে সমাপ্তি ঘটে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় তমলুক থানার পুলিশ। এসডিপিও আফজল আব্রা জানান, ‘‘অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’ পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ী তপন কর বলেন, ‘‘আমার দোকানের কাছে থেকেই গোঙানির শব্দ পাই। ভেতরে গিয়ে দেখি এক কর্মচারী মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। পরে তার কাছ থেকেই ডাকাতির ঘটনা জানতে পারি।’’
ডাকাতির ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। মিলননগর বাজারের দোকানদারেরা দাবি তুলেছেন, এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা আরও জোরদার করা হোক।
