বগুড়ার শেরপুর উপজেলায় র্যাব-১২ এর অভিযানে প্রায় পাঁচ মণ (১৯০ কেজি) ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালি পুকুরপাড়ের একটি মেশিন ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
অভিযানে পুকুরের লিজগ্রহীতা আবুল বাশার রুবেল (৫৫) এবং মূর্তি বিক্রির সহযোগী আল আমিন (৪৮)কে গ্রেপ্তার করা হয়। রুবেল শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের পুত্র, আর আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর পুকুর সংস্কারের পর থেকে এলাকায় অপরিচিত মানুষের যাতায়াত বেড়ে যায়। রোববার বিকেলে র্যাব মেশিন ঘরে অভিযান চালিয়ে খড়কুটোর নিচে লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করে।
র্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited