বরিশালে বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর ফিশারি রোড এলাকা থেকে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মো. শাহিন শেখ (৪০), বরিশাল শহরের ৩০ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী মো. শাহাদাত হোসেন অপু তালুকদার (১৯), বানারীপাড়ার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের ছাত্রলীগ কর্মী মো. সজিব হাওলাদার (৩৭) এবং বরিশালের ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম চহটা এলাকার জেলা আওয়ামী লীগ সদস্য মো. সাকির হোসেন সনেট (৩৮)।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited