কলকাতার চারু মার্কেট এলাকায় রবিবার দুপুরে এক জিমে ঢুকে গুলি চালিয়েছে দুই দুষ্কৃতী। মহালয়ার দিনে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার পর মোটরসাইকেলে করে আসা দুই যুবক হেলমেট ও রেনকোট পরে জিমে প্রবেশ করে। তারা জিমের মালিককে নাম ধরে ডাকতে থাকেন। এক কর্মচারী মালিককে ডাকতে গেলে হঠাৎই দুষ্কৃতীরা পরপর দুই রাউন্ড গুলি চালায়। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ আহত হননি।
গুলিবর্ষণের পর দ্রুত বাইকে উঠে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, “এটি একেবারেই অপ্রত্যাশিত ও পরিকল্পিত হামলা। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশের ধারণা, জিম মালিককে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশের আশাবাদ।
