স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারাদেশে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। তিনি আশ্বস্ত করে বলেন, দেশের কোথাও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ নেই।
রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পূজার নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন, মাদক নির্মূল, জুলাই হত্যাকাণ্ডের মামলা ও তদন্তের অগ্রগতি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে—এমন প্রস্তুতিই আমরা নিয়েছি।”
এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, তাই সবাইকে সতর্ক থেকে এর পবিত্রতা রক্ষার আহ্বান জানান তিনি।
মাদক দমনের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রচুর পরিমাণে মাদক ধরা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।”
