এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে সেমিফাইনালের পথ আরও সুগম করে নিয়েছে লিটন দাসের দল।
আগে ব্যাট করে শ্রীলংকা তুলেছিল ১৬৮ রান। জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। প্রথম বলেই চার মেরে উত্তেজনা কমালেও শেষ পর্যন্ত নাসুম আহমেদের ব্যাটে ৫ম বলে জয় নিশ্চিত হয়।
ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে ফিরলেও অপর ওপেনার সাইফ হাসান দারুণ ছন্দে খেলেছেন। অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৫৯ রানের জুটি। লিটন ১৬ বলে ২৩ রান করে ফিরলেও সাইফ খেলে যান ম্যাচ সেরা ইনিংস।
ওয়েনেন্দু হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে সাইফ করেছেন ৪৫ বলে ৬১ রান (২ চার, ৪ ছক্কা)। তার গড়া ভীতের ওপর ভর করে ম্যাচ এগিয়ে নেন তাওহিদ হৃদয়। দীর্ঘদিন অফ ফর্মে থাকা এই ব্যাটার গুরুত্বপূর্ণ সময়ে খেলেন দায়িত্বশীল ইনিংস।
ওপেনিংয়ে দীর্ঘদিনের অটো-চয়েজ পারভেজ হোসেন ইমনের জায়গায় সাইফকে খেলিয়ে বাজি ধরেছিল টিম ম্যানেজমেন্ট। সেটিই হয়ে উঠেছে জয়ের বড় কারণ। একইসঙ্গে হৃদয়কেও ফর্মহীনতার কারণে বাদ না দিয়ে অব্যাহত আস্থা রেখেছে বাংলাদেশ। সুপার ফোরের বড় ম্যাচে দুই সিদ্ধান্তই এনে দিয়েছে ফল।
এই জয়ে সুপার ফোরে শক্ত অবস্থানে বাংলাদেশ। পরবর্তী দুটি ম্যাচে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানকে সাম্প্রতিক সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আবারও জয় এলে সেমিফাইনালের সমীকরণ আরও উজ্জ্বল হবে লাল-সবুজের জন্য।
