এশিয়া কাপে কঠিন গ্রুপ পেরিয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে লিটন দাসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিশোরগঞ্জে অনুষ্ঠিত টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
এই ম্যাচে একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। তাদের জায়গায় দলে ফিরেছেন শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। অপরদিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। খেলছেন দুনিথ ভেল্লালাগে, যিনি আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলেন।
টসে জিতে আগে ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যায় লিটন দাস বলেন, “প্রথম পর্বে দেখেছি এখানে পরে ব্যাট করা দল জিতেছে। আমরা সবাই ভালো ফর্মে আছি। তাই ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত।”
শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, “আমরাও টস জিতলে ফিল্ডিং নিতাম। উইকেটটা ব্যবহৃত এবং কিছুটা শুষ্ক মনে হচ্ছে। তবে আগে ব্যাট করা নিয়েও চিন্তা নেই। তরুণরা ভালো পারফর্ম করছে।”
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, দুনিথ ভেল্লালাগে।
