চিলিতে প্রথমবারের মতো প্রথমবারের মতো একজনের শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বুধবার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য নিশ্চিত করেছে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। তার মধ্যে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণ আছে। তবে অবস্থা এখন স্থিতিশীল তার।
প্রতিবেদনে জানানো হয়েছে যে রোগীর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও আক্রান্ত কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
চিলিতে গত বছরের শেষের দিক থেকে বন্যপ্রাণীদের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছিল। এরপর পোলট্রি ফার্মের প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু দেখা দেয়ার পর চিলি সরকার পোলট্রি রফতানি বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি আর্জেন্টিনার পোলট্রি শিল্পেও বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়েছে। তবে পোলট্রি শিল্পের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ব্রাজিলে সেখানে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি এখনো
আনন্দ বিনোদনে এন আর ডি নিউজ এর সাথেই থাকুন লাইক দিন শেয়ার দিন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।NRD TV

Source:
NRD TV
Via:
NRD NEWS