দুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট ভক্তরা শ্রীলঙ্কার জয়ের প্রার্থনা করেছিলেন। আফগানিস্তানকে হারিয়ে সেই শ্রীলঙ্কাই বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত করেছিল। তবে আজ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই লিটন দাসদের প্রতিপক্ষ সেই লংকানরাই।
গ্রুপ পর্বে আগেই মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা সহজেই জয় তুলে নেয় মাত্র ১৪ ওভার ৪ বলেই। তাই সুপার ফোরে শুরুটা কঠিন পরীক্ষারই হতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।
গ্রুপ পর্বে বাংলাদেশের ব্যাটিং সমর্থকদের মন ভরাতে পারেনি। বিশেষ করে পাওয়ার প্লে ও ডেথ ওভারের দুর্বলতায় কোচিং স্টাফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
এবারের সব ম্যাচ আবুধাবিতে খেললেও সুপার ফোরের লড়াই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। অতিরিক্ত গরম দুই দলের জন্যই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
আজ রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুরু হবে নতুন লড়াই—বাংলাদেশ কি পারবে জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করতে?
