ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া নতুন করে বিয়ে করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউর মসজিদ আল মুস্তাফায় ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের পর উপস্থিত অতিথিদের বাদাম ও খেজুর দিয়ে মিষ্টিমুখ করান অভিনেত্রী। গণমাধ্যমে বিষয়টি স্বীকার করে ফারিয়া জানিয়েছেন, তার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল। মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তেই এই পরিণয়।”
শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। পরে একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান।
এর আগে ২০১৯ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সংসার টিকেছিল মাত্র এক বছর ৯ মাস। এরপর ২০২২ সালে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited