ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত মেহেরাবাড়ি এলাকায় চলা এই অবরোধে দেড় ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, কারখানায় তিন শতাধিক শ্রমিক কর্মরত। প্রায় প্রতি মাসেই বেতন প্রদানে মালিকপক্ষ গড়িমসি করে। গত আগস্ট মাসের বেতন ও বেশ কিছু ওভারটাইম ও নাইট বিল বকেয়া রয়েছে। নির্ধারিত তারিখ দিয়েও বেতন পরিশোধ করা হয়নি, ফলে শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।
অবরোধ চলাকালে মহাসড়কে আটকা পড়ে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে সেনাবাহিনী, ভালুকা মডেল থানা, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ারুল ইসলাম জানান, “শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পরে আগামী সোমবার বেতন দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।”
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited