বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ বৃহস্পতিবার শেষ হয়েছে। রোববার থেকে শুরু হওয়া এ মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মহড়ায় মূলত জরুরি ও প্রতিকূল পরিস্থিতিতে বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানের কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন অনুশীলন পরিচালিত হয়।
মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান। এতে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন, ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ সদস্যসহ সেনা ও নৌবাহিনীর সদস্যরাও অংশ নেন।
আইএসপিআর আরও জানায়, এ অনুশীলনের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনী পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেছে। একই সঙ্গে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা জোরদার ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তাছাড়া চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও মানবিক ও স্থিতিশীল ভিত্তি দিয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী সদস্য এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
