নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে নেত্রকোনায় পূজা মণ্ডপের প্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর মিলনায়তনে এ সভার আয়োজন করে নেত্রকোনা পৌরসভা।
পৌর প্রশাসক মো. আরিফুর ইসলাম সর্দারের সভাপতিত্বে এবং পৌর ট্যাক্স প্রধান মো. খায়রুল হাসান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নূর মাহমুদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি খগেন্দ্র তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার সদস্যসচিব শ্যামল ভৌমিক, যুগ্ম আহ্বায়ক মানিক তালুকদার, রিপন দত্ত ও প্রহল্লাদ চন্দ্র বণিক।
এ ছাড়া জয়নগর কালীবাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রণব রায় রাজু, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করা হয়।
