পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় আসছেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি প্রসাধনী কোম্পানির আমন্ত্রণে তিনি প্রথমবারের মতো ঢাকায় উপস্থিত হবেন। আসার নির্দিষ্ট তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে। এছাড়াও ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে তার। বিভিন্ন ধরনের চরিত্রে রোমান্টিক, কমেডি ও জীবনঘনিষ্ঠ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন হানিয়া।
পাকিস্তানের সীমানার বাইরে বাংলাদেশের দর্শকদের মধ্যেও আলাদা পরিচিতি রয়েছে তার। ঢাকায় কয়েকদিনের সফরে তিনি থাকবেন। দীর্ঘদিন ধরে হানিয়া ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, এবং সেই সূত্রেই বাংলাদেশ সফর হচ্ছে।
