কলকাতার বুকে বেআইনি কল সেন্টার চালিয়ে বিদেশে প্রতারণা—এমন চক্রের হদিস পেল পুলিশ। শহরের দু’টি ফ্ল্যাট থেকে ভুয়ো অফিস চালিয়ে আমেরিকার নাগরিকদের টার্গেট করছিল অভিযুক্তরা। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে ১০ জন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১০ লাখ টাকা, প্রচুর সোনার গয়না ও দামি ঘড়ি।
লালবাজার সূত্রে খবর, সপ্তাহখানেক আগে সাইবার থানায় প্রতারণার অভিযোগ দায়ের হওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত ভুয়ো কল সেন্টারের খোঁজ মেলে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভিওআইপি কলের মাধ্যমে মার্কিন নাগরিকদের ফোন করত। নিজেদের পরিচয় দিত পেপ্যালের মতো আন্তর্জাতিক সংস্থার কর্মী হিসাবে। প্রযুক্তিগত সহায়তা ও বিভিন্ন সেবা দেওয়ার ভুয়ো আশ্বাস দিয়ে টাকা হাতানোই ছিল তাদের মূল কৌশল।
তদন্তকারীদের মতে, এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কারা যুক্ত রয়েছে এবং এর নেপথ্যে বড় মাথা কারা, তা জানার চেষ্টা চলছে।
