ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার দিনারপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় রাস্তার পাশে পথচারীদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
ওসি আবু তাহের দেওয়ান জানান, সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটে যাওয়ার পথে মহাসড়কের দিনারপুরে পথচারীদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
