ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, কাতার হামাসকে আশ্রয় ও অর্থায়ন করে। এজন্য দোহায় সম্প্রতি হামাস কর্মকর্তাদের ওপর ইসরাইলি হামলাকে তিনি “সম্পূর্ণ ন্যায্য” বলে দাবি করেছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “কাতারের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে। তারা হামাসকে আশ্রয় দেয় এবং আর্থিক সহায়তা করে।”
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দোহায় হামাসের বৈঠকে চালানো ওই হামলাটি ছিল কাতারে ইসরাইলের প্রথম সামরিক আঘাত। ভয়াবহ বিস্ফোরণে ছয়জন নিহত হলেও কোনো শীর্ষ হামাস নেতা এতে প্রাণ হারাননি।
উপসাগরীয় এ রাষ্ট্রটির সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে কাতার দীর্ঘদিন ধরেই ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, বিশেষ করে ইসরাইলি জিম্মি মুক্তির আলোচনায়।
২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নেতানিয়াহুর মন্ত্রিসভার অনুমোদনে কাতার গাজায় হামাস-নিয়ন্ত্রিত প্রশাসনের জন্য নগদ অর্থ ও সহায়তা পাঠিয়েছে।
