বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন। ব্রাজিলের ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি আন্তোনিও হ্যারমেন বেঞ্জামিনের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।
গতকাল সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিল পরিদর্শনকালে দুই দেশের প্রধান বিচারপতির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত, দক্ষ ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন দুই বিচারপতি। তারা মনে করেন, এআই চালিত কেস ম্যানেজমেন্ট সিস্টেম, দ্রুত ও নির্ভুল নজির অনুসন্ধান টুলস, আইন ও রায় বিশ্লেষণ ইত্যাদি বিচার প্রক্রিয়াকে আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়া উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট প্রযুক্তি উন্নয়ন ও সহযোগিতা, পরিবেশগত ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বিচারিক স্বাধীনতা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় দুই বিচারপতি একমত হন যে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিচার বিভাগীয় আন্তঃসম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি জরুরি। ন্যায়বিচার কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সার্বজনীন অধিকার—এ বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।
সফরকালে প্রধান বিচারপতি ব্রাজিলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
