ইসরাইল গাজা নগরীতে হামাসকে লক্ষ্য করে বহুল আলোচিত স্থল অভিযান শুরু করেছে। মঙ্গলবার রাত থেকে ইসরাইলি সেনারা নগরীর গভীরে প্রবেশ করে তীব্র বোমাবর্ষণ চালায়।
জাতিসংঘ এ হামলাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে নিন্দা জানায়। জাতিসংঘের একটি কমিশন অভিযোগ করেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরাইল। এ জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করা হয়েছে।
ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বলেন, “আমরা গাজার ভেতরে অভিযান সম্প্রসারিত করেছি। স্থল সেনা, নির্ভুল হামলা ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এ অভিযান চলবে।”
সামরিক সূত্র জানায়, গাজা সিটিতে অন্তত দুই থেকে তিন হাজার হামাস সদস্য অবস্থান করছে। ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ বাসিন্দা দক্ষিণে চলে গেছে। তবে বহু মানুষ অর্থের অভাবে স্থানান্তর হতে পারছে না।
এএফপি জানায়, হাসপাতালের সামনের রাস্তায় শত শত মানুষ—including শিশু—রাত কাটাচ্ছে। স্থানীয় ইউসুফ শানা বলেন, “মানুষের কাছে দক্ষিণে যাওয়ার মতো সামর্থ্য নেই।”
অবিরাম বোমাবর্ষণে গাজা নগরী প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তরে রাতভর বোমায় একটি আবাসিক ব্লক পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited