আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ঝড়ো ব্যাটিংয়ে ৬.৪ ওভারে ওঠে ৬৩ রান। ১৩ ওভারেই একশ’ ছাড়ায় স্কোরবোর্ড। কিন্তু মাঝের ও শেষের দিকে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানে আটকে যায় টাইগাররা।
পারভেজ ইমনের জায়গায় নামা সাইফ হাসান ধীরগতিতে খেললেও তানজিদ তামিমের সঙ্গে ভালো জুটি গড়েন। সাইফ ২৮ বলে ৩০ রান করেন (২ চার, ১ ছক্কা)। এরপর দ্রুত ফেরেন অধিনায়ক লিটন দাস (১১ বলে ৯)। তবে অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তানজিদ। মাত্র ৩১ বলে ৫২ রান করেন তিনি, যাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
চারে নেমে তাওহীদ হৃদয় ২০ বলে ২৬ রানের ইনিংস খেললেও বড় স্কোর গড়তে পারেননি। স্লগ ওভারে দায়িত্ব নেওয়ার কথা ছিল শামীম পাটোয়ারির, কিন্তু তিনি করেন মাত্র ১১ বলে ১১ রান। জাকের আলী (১৩ বলে ১২) ও নুরুল হাসান সোহান (৬ বলে অপরাজিত ১২) ছোট ছোট ইনিংস খেললেও দলকে বড় সংগ্রহে নিতে ব্যর্থ হন।
আফগানিস্তানের সাফল্যের নায়ক দুই লেগ স্পিনার রশিদ খান ও নুর আহমেদ। রশিদ ৪ ওভারে ২৬ রান খরচায় নেন ২ উইকেট। সমান কার্যকর ছিলেন তরুণ নুর আহমেদ—৪ ওভারে ২৩ রান দিয়ে তিনিও শিকার করেন ২ উইকেট। মিডিয়াম পেসার আজমতউল্লাহ ওমরজাই ৩ ওভারে মাত্র ১৯ রান খরচ করে একটি উইকেট নেন।
