এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েছিল হংকং। যদি জেতা যেত, বাংলাদেশের জন্য সুপার ফোরের পথ অনেক সহজ হতো। শেষ পর্যন্ত তা হয়নি, তবে টাইগাররা এখনও ছিটকে যায়নি।
আজ নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টিকে থাকতে হলে প্রথম শর্ত হলো জয়। তবে সাম্প্রতিক রেকর্ড আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জন্য খুব আশাব্যঞ্জক নয়। উপরন্তু ভেন্যুটি অনেকটা আফগানদের হোম কন্ডিশনের মতো।
এই ম্যাচে শুধু জেতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে। ইতিমধ্যে শ্রীলঙ্কার ২ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট। আফগানদের হারালে, লঙ্কানরা ৬ পয়েন্ট নিয়ে সরাসরি সুপার ফোরে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেকোনো ব্যবধানে জিতলেও মিলবে সুপার ফোরের টিকিট।
কিন্তু যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তবে তিন দলের পয়েন্ট হবে সমান ৪। তখন হিসাব যাবে রান রেটে। এই ক্ষেত্রে শ্রীলঙ্কা ও আফগানিস্তান উভয়ই বাংলাদেশ থেকে এগিয়ে থাকবে। তাই আফগানদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয়ও অপরিহার্য।
অন্যদিকে, আজ যদি বাংলাদেশ হেরে যায়, সব হিসাব ফিকে হয়ে যাবে। ২ পয়েন্ট নিয়েই শেষ হবে টাইগারদের গ্রুপ পর্ব। তখন আফগানিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশের সুপার ফোরের আশা শেষ হয়ে যাবে।
