দেশে বেকারের সংখ্যা ভয়ংকর রূপ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি অর্থনীতিবিদদের বক্তব্যে বেকারের সংখ্যা ‘ভয়ংকর রূপ’ নিয়েছে— এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, “তারা যে বিশেষণ ব্যবহার করেছে সেটা ঠিক নয়। তবে কর্মসংস্থান আসলেই একটি বড় চ্যালেঞ্জ। কারণ চাকরির সুযোগ তৈরি হয় মূলত বেসরকারি খাতে। ব্যবসা-বাণিজ্য মন্থর হলে তার প্রভাব পড়বেই। তবে এখন ব্যবসার গতি কিছুটা ভালো হয়েছে।”
বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, সারের সরবরাহ নিশ্চিতকরণ এবং এলএনজি আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, “বিদ্যুৎ বিতরণে সমস্যার সমাধান করতে বেশ কিছু নতুন উপকেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এমওপি ও ইউরিয়া সার আমদানির বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে।”
