বর্ষা বিদায়ের সময় ঘনিয়ে এলেও বঙ্গে বৃষ্টির দাপট যেন শেষ হচ্ছে না। রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুর্যোগ আপাতত থামছে না। মঙ্গলবারও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।
মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সতর্কতা জারি হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গেও বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকবে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (৭–২০ সেমি) পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি কম।


সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited