ইসরাইলি অবরোধ সত্ত্বেও গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করেছে আন্তর্জাতিক মানবিক মিশন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। এতে যোগ দিতে গ্রিসের সাইরোস দ্বীপ থেকে গত রোববার সন্ধ্যায় দু’টি জাহাজ যাত্রা শুরু করেছে।
গ্রিসের এরমোপোলিস বন্দরে প্রায় ৫০০ মানুষ সমবেত হয়ে দুর্ভিক্ষপীড়িত গাজার জন্য ত্রাণ বহনকারী গ্রিক পতাকাবাহী জাহাজ দু’টিকে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে বিদায় জানান।
৩৯ বছর বয়সী গ্রিক ক্রু কোস্টাস ফোরিকোস বার্তা সংস্থা এএফপিকে বলেন, “এটি ইসরাইলকে দেখিয়ে দেওয়ার একটি উপায় যে কাউকে জোরপূর্বক অনাহারে রাখার অধিকার নেই। একই সঙ্গে এটি গাজার মানুষের প্রতি সংহতি জানানোর প্রতীক।”
অন্য ক্রু অ্যাঞ্জেলিকি সাভানতোগলু বলেন, “আমাদের লক্ষ্য শুধু ত্রাণ পৌঁছানো নয়, বরং নিজ নিজ সরকারের ওপর চাপ সৃষ্টি করা— যাতে তারা ইসরাইলের সঙ্গে সহযোগিতা বন্ধ করে এবং এই গণহত্যা থামাতে কার্যকর পদক্ষেপ নেয়।”
এই ফ্লোটিলা মিশনের লক্ষ্য গাজার দুর্ভিক্ষ ও মানবিক সংকট মোকাবিলায় সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে বিশ্বকে ইসরাইলি অবরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া।
