শোবিজ থেকে দীর্ঘ সময় অদৃশ্য নায়িকা সাদিকা পারভিন পপি সম্প্রতি নিজের আটকে থাকা সিনেমার বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে আসলেও তখন নিজের অসমাপ্ত কাজ নিয়ে তিনি কিছু বলেননি।
পপি জানিয়েছেন, তার কারণে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমার কাজ মাঝপথে আটকে গেছে। তিনি বলেন, “আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন, এজন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে বা পরিস্থিতির কারণে এই গ্যাপ তৈরি হয়েছে।”
নির্মাতাদের কাছে ক্ষমা চেয়ে পপি জানান, “ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কখনো বিপদে ফেলিনি, কারও ক্ষতি করিনি। সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো শেষ করব, না হলে ক্ষমা চেয়ে আমি আর কিছু করতে পারি না। আশা করি তারা আমাকে মাফ করবেন।”
অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন নায়িকা, তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ এখনো রয়েছে। অতীতে তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited