চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকালেই ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, “আজ প্রথম দিনেই একজন প্রার্থী ফরম নিয়েছেন। পরিবেশ শান্তিপূর্ণ, নিরাপত্তার ব্যবস্থা সম্পূর্ণ নেওয়া হয়েছে। প্রার্থীদের জন্য নির্দেশনা ও রশিদ দেওয়া হচ্ছে, যা ডোপ টেস্টের পর জমা দিতে হবে।”
নির্বাচন কমিশনারের দপ্তরে তিনটি বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে—কেন্দ্রীয় সংসদ ফরম, হল সংসদ ফরম এবং ছাত্রীদের জন্য আলাদা ফরম। প্রার্থীরা সরাসরি এসে ফরম সংগ্রহ করছেন; প্রথম দিনে তেমন ভিড় চোখে পড়েনি।
মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি বলেন, “খেলোয়াড়দের জন্য অনেক দিন ধরে কাজ করছি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া চাকসু নির্বাচনে খেলোয়াড়দের স্বার্থে কিছু করার সুযোগ পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি।”
মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর, যাচাই–বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সংসদের মনোনয়ন ফি ৩০০ টাকা, হল সংসদের জন্য ২০০ টাকা।
নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে নেওয়া যাবে না।
চাকসু ও হল সংসদ নির্বাচন ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে সঙ্গে সঙ্গে গণনা শুরু হবে। উল্লেখ্য, সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে।
