মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)।
এএ শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, শুক্রবার মধ্যরাতের পর কিয়াউকতাও শহরের দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে যুদ্ধবিমান হামলা চালানো হয়। এতে ১৯ শিক্ষার্থী নিহত হওয়ার পাশাপাশি আরও ২২ জন আহত হয়।
সংগঠনটি জান্তার সেনাদের দায়ী করে বলেছে, নিরীহ শিক্ষার্থীদের মৃত্যুতে তারা নিহত পরিবারের মতোই শোকাহত। তবে বিষয়টি নিয়ে জান্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, একটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় যুদ্ধবিমান দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা ফেলে।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে এ হামলাকে “নৃশংস” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।
কিয়াউকতাও অঞ্চলে ইন্টারনেট ও ফোন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিহতদের স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি।
উল্লেখ্য, অং সান সু চি’র সরকারকে ২০২১ সালে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে ব্যাপক সশস্ত্র সংঘর্ষ চলছে। রাখাইনে আরাকান আর্মি ও জান্তার সেনাদের মধ্যে লড়াই বর্তমানে সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিয়মিত অভিযোগ করে আসছে, জান্তা বাহিনী বেসামরিক জনগণের ওপর বিমান ও কামান হামলা চালাচ্ছে।
