সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সমুজ আলী (২৮)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. চাঁন মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পারুয়া নোয়াগাঁও ইসলামি দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে সমুজ আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত ইয়াবা কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
