নেপালে চলমান সহিংস আন্দোলনের কারণে সেখানেই আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বিকেলে কাঠমান্ডু ছাড়ার কথা থাকলেও হোটেল থেকে বিমানবন্দরে যেতে না পারায় তারা দেশে ফিরতে পারেননি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়রা হোটেলে নিরাপদে আছেন এবং যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দলের সঙ্গে থাকা বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন জানান, নেপালের ফুটবল ফেডারেশন (আনফা) নিরাপত্তার কারণে দলকে বের করতে পারছে না। রাস্তাজুড়ে আন্দোলন ও সহিংসতার কারণে বিমানবন্দরও বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচটি গতকাল বাতিল করা হয় আন্দোলনের কারণে। এরপর দলের ফেরার ফ্লাইটও এগিয়ে আনা হয়েছিল।
ফুটবলারদের দ্রুত দেশে ফেরাতে নেপাল ফুটবল ফেডারেশন এবং কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বাফুফে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নেপালজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনা ঘটেছে। ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
