পাঁচ মাসের বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। ফিরেই তিনি টানা তিনটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। পড়াশোনা ও অভিনয়—দুটি ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে চান এ শিল্পী। তাঁর বিশ্বাস, ধৈর্য ও সময়ের সঠিক ব্যবহার জানলেই এ দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব।
বিরতির কারণ সম্পর্কে তাহিয়া বলেন, “আমার জীবনে সব সময়ই পড়াশোনাকে গুরুত্ব দিয়েছি। আবার অভিনয় আমার পেশা। অভিনয় থেকে দূরে থাকতে কষ্ট হলেও পড়াশোনা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটি ধাপ সঠিকভাবে পার করতে হয়।”
তিনি জানান, ঈদুল ফিতরের পর থেকে পরীক্ষা সামনে থাকায় অভিনয় থেকে দূরে ছিলেন। এ সময় একাধিক ভালো কাজের প্রস্তাব এলেও গ্রহণ করতে পারেননি। তবে বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরতে পেরেছেন।
অভিনয়ে ফেরার পর তিনি অভিনয় করেছেন ‘দেয়াল’, ‘শেষ চিঠি’ এবং ‘প্রতীক্ষা’ নামের তিনটি নাটকে। এর মধ্যে প্রথম দুটি নাটকে তাঁর সহশিল্পী পার্থ শেখ এবং ‘প্রতীক্ষা’-তে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার। এছাড়া বিরতির আগে করা শ্রাবণী ফেরদৌস পরিচালিত ‘যদি হারিয়ে যাই’ নাটকটিও সম্প্রতি মুক্তি পেয়েছে।
অভিনয় ও পড়াশোনার ভারসাম্য প্রসঙ্গে তাহিয়ার মন্তব্য, “কাজের সময় কাজ, পড়াশোনার সময় পড়াশোনা। দুটোকে কখনো গুলিয়ে ফেলি না। অভিনয়ে দীর্ঘ সময় দিতে হয়, তবে সেই সময়ের বাইরে পড়াশোনায় মন দিই। দুটোকেই ভালোবাসি বলে ব্যালান্স করতে অসুবিধা হয় না।”
টিভি নাটক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে—এমন ধারণার সঙ্গে একমত নন তিনি। তাহিয়ার মতে, “টিভি নাটকে কোনো সংকট নেই। ভালো মানের নাটক নিয়মিতই মুক্তি পাচ্ছে, দর্শকও সেগুলো দেখছেন। আমাদের ইন্ডাস্ট্রি সমৃদ্ধ। তবে নাটকের মান বজায় রাখাটা জরুরি।”
ওটিটি প্ল্যাটফর্মে কম দেখা যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “ওটিটি আমাকে অন্যরকম পরিচিতি দিয়েছে। তবে খুব বেশি কাজের প্রস্তাব পাইনি। একটি প্রস্তাব এসেছিল, কিন্তু ব্যাটে-বলে মেলেনি। আসলে ওটিটির কাজে সময় বেশি লাগে, তখন হাতে সময় ছিল না। আমি ওটিটির ভক্ত। এখানে দারুণ কাজ হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই আরও বেশি কাজ করতে চাই।”
আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে নওবা তাহিয়া বলেন, “আমি এখনও পড়াশোনা করছি, পাশাপাশি অভিনয়ে ক্যারিয়ার গড়ছি। পড়াশোনা ঠিক রেখে যতটুকু অভিনয়ে মন দেওয়া যায়, সেটাই চেষ্টা করি। নিরীক্ষাধর্মী কাজ করতে ভালো লাগে। আগামীতেও এমন কাজের মধ্য দিয়েই দর্শকদের ভালোবাসা পেতে চাই।”
