দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত দুজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৪ ও ৩০ বছর। একজন চিকিৎসাধীন ছিলেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৫৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছর দেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৮৪ জনে। এর মধ্যে কেবল জুলাই মাসেই ভর্তি হয়েছেন সর্বাধিক ১০ হাজার ৬৮৪ জন রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৭২০ জন রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৬০৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ১১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে বিভাগওয়ারি ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহে ১৪ জন, চট্টগ্রামে ৮৩ জন, খুলনায় ৩১ জন, রাজশাহীতে ৪৪ জন, বরিশালে ১০৪ জন এবং সিলেট বিভাগে ১ জন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited