ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে আটজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ আরোহীদের মধ্যে দুজন ক্রু এবং ছয়জন যাত্রী রয়েছেন।
বানজারমাসিন শহরের স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিওবার্তায় জানান, নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে ইতোমধ্যে সরকারিভাবে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, “প্রয়োজনে আমাদের অনুসন্ধান তৎপরতা সাত দিন পর্যন্ত চলবে। আশা করি, আমরা দ্রুত নিখোঁজদের অবস্থান নির্ণয় করতে সক্ষম হব এবং তাদের সবাইকে নিরাপদে ফিরিয়ে আনতে পারব।”
চার্টার কোম্পানি ইস্টিন্ডো এয়ারের এই হেলিকপ্টারটি উড্ডয়নের পর পরই নিখোঁজ হয়।
ইন্দোনেশিয়ায় দ্বীপ থেকে দ্বীপান্তরে ভ্রমণের জন্য আকাশপথের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। তবে, দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
