নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় কিবরিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের
ফলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই কিশোরী (১৪)।
এ ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
তবে প্রভাবশালী একটি মহল এ ঘটনায় টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কিবরিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে।
ভুক্তভোগী ওই কিশোরী জানায়, প্রতিবেশী কিবরিয়া পাশের বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি প্রথমে ভয়ে পরিবারকে জানায়নি। তবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। কিবরিয়া তখন বিয়ের আশ্বাস দিলেও এখন সবকিছু অস্বীকার করছে।
ভুক্তভোগী কিশোরীর মা জানায়, আমরা গরীব মানুষ ত্রিপলের ঘরে বসবাস করি। আমার স্বামী ভাড়ায় অন্যর অটোরিকশা চালায়। কাজের জন্য বাইরে যাওয়ার সুযোগে কিবরিয়া আমার মেয়েকে ধর্ষণ করে সর্বনাশ করেছে। কয়েকদিন ধরে মেয়ে কিছু খায় না, বমি বমি ভাব। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর বিষয়টি স্বীকার করেছে। এখন আলট্রাসনোগ্রাম করে জেনেছি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি ন্যায় বিচার চাই।
কিশোরীর বাবা জানান, কিবরিয়ারা প্রভাবশালী, আমি দিন এনে দিন খাই। তাদের সাথে আমি পারব না। আমি ন্যায় বিচার চাই। তাদের ভয়ে থানায় যেতেও সাহস পাচ্ছি না।
তবে অভিযুক্ত কিবরিয়া জানান, অভিযোগ মিথ্যা। আমি এসব কিছুই করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করে জানান, কিবরিয়ার পরিবার প্রভাবশালী। তারা গোপনে মেয়ের পরিবারকে কিছু টাকা পয়সা দিয়ে গর্ভপাত ঘটিয়ে ঘটনা ধামাচাপা দিতে চাইছে। এলাকার অনেককে এ বিষয়ে ম্যানেজও করা হয়েছে।
বিষয়টি অবহিত করলে বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
