নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের নির্দেশে নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আইন শিক্ষার্থীদের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গঠিত কমিটিতে মাইনুল হাসান তালুকদার মোহনকে আহ্বায়ক, কবির হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাঞ্চন মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদেকুর রহমান, ইসলাম উদ্দিন খান, সুমন আহমেদ, সাব্বির হাসান, মো. কামরুজ্জামান, শাবিদা ফকির, মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খান পন্নী, নাইম বিল্লাহ, ইমন উদ্দিন ও জুলেখা আক্তার।
এ ছাড়া সদস্য হিসেবে আছেন—মাসুম মোল্লা, সাদমান চৌধুরী পাপ্পু, এম. এ. সাইদ ইমরান, মোখশেদ আলম জুয়েল, মো. দেলোয়ার, জাহাঙ্গীর আলম, মো. অমিত, আনোয়ার হোসেন রিজভী, মো. আলামিন, মো. মনিরুজ্জামান, আনোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম তামিম।
কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আহ্বায়ক কমিটি আগামী দিনে নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
