সুনামগঞ্জের ধর্মপাশার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাব্বির জামান ইনান(১১) প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বিভাগীয় পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় গনিত বিষয়ে এ ১ম ইংরেজি বিষয়ে ২য় হয়ে সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
ইনান সেলবরস ইউনিয়নের মাটিকাটা গ্রামের স্হায়ি বাসিন্দা,তাঁর বাবা জামাল হোসেন পেশায় একজন পল্লীচিকিৎসক ও মাতা পুস্প আক্তার একজন গৃহিণী।
সাব্বির জামান ইনান সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।বিদ্যালয়টি হাওর বেষ্টিত প্রত্যন্ত অঞ্চলের বাদশাগঞ্জ বাজারে অবস্থিত। প্রাথমিক শিক্ষা পদক মূলত বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়ে থাকে। আগামী এপ্রিল মাসে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন-অর- রশিদ বলেন, ইনানের বিভাগীয় পদক প্রাপ্তি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও গর্বের বিষয়। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, বিভাগীয় পর্যায়ে সে প্রথম হয়েছে, আমি আশা করি জাতীয় পর্যায়ে ও ভালো করবে। সে ধর্মপাশার মান উজ্জ্বল করবে।
সাব্বির জামান ইনান এর বাবা বলেন, আমার ছেলে সিলেট বিভাগে ১ম হয়েছে আল্লাহ তায়ালার নিকট শোকরিয়া জানাই ও সকলের নিকট দোয়া চাই জাতীয় পর্যায়ে সে যেন ভাল করতে পারে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited