দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো একটি মৃত ইরাবতী ডলফিন। প্রায় সাত ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বেশিরভাগ চামড়া উঠে গেছে।
সোমবার বিকেল ৪টার দিকে সৈকতের পশ্চিম পাশে স্বপ্নরাজ্য পার্ক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে কুয়াকাটা পৌরসভা ও বন বিভাগ সমন্বয়ে এটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের কুয়াকাটা শাখার আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, “ডলফিন রক্ষা মানে উপকূলীয় পরিবেশ রক্ষা করা। এটি আমাদের ভবিষ্যতের জন্য এক প্রকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ।”
ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার রহমান জানান, মৃত ডলফিনটি ইরাবতী প্রজাতির। তার মতে, গায়ে রক্তাক্ত দাগ থেকে বোঝা যায়—নৌযান, মাছ ধরার যন্ত্র বা জেলেদের কার্যক্রমই মৃত্যুর কারণ হতে পারে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছর কুয়াকাটাসহ আশপাশ এলাকায় এখন পর্যন্ত আটটি, গত বছর ১০টি এবং ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছিল।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “খবর পেয়ে পরিচ্ছন্নকর্মী পাঠিয়ে মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি। পরিবেশ রক্ষায় এ ধরনের ঘটনায় আমরা সর্বদা সতর্ক।”
এ বিষয়ে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, মৃত ডলফিন থেকে দুর্গন্ধ ছড়ানো রোধে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
