মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে।
রোববার (স্থানীয় সময়) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস “টমি” পিগট বলেন, “যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন জানায়, যার মধ্যে রয়েছে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগত গোষ্ঠী।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসার জন্য প্রশংসা করছি। একই সঙ্গে মিয়ানমার থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য অন্যান্য আঞ্চলিক দেশগুলোকেও ধন্যবাদ জানাই।”
আজ মিয়ানমার থেকে রোহিঙ্গাদের গণ নির্বাসনের আট বছর পূর্ণ হলো। এখনও এক মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা কক্সবাজার ও আশপাশের ক্যাম্পে বসবাস করছে।
২০১৭ সালের পর থেকে রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়েছে। বর্তমানে রাখাইনে আরাকান আর্মির (এএ) ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশকে নতুন জটিলতার মুখোমুখি করছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited