নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় হিফজুল কুরআন মজলিস (আঞ্চলিক হিফজ শিক্ষা বোর্ড)-এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে কেন্দুয়া উপজেলা পাবলিক হল মিলনায়তনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় মুমতাজ ও মেধাস্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আছদুজ্জামান এবং সঞ্চালনা করেন মুফতি শফিউল আলম কামাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (অপ.) মাওলানা হারুনুর রশিদ ফারুকী, কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ।
এ ছাড়া বক্তব্য দেন মাওলানা জাহের উদ্দিন, মাওলানা শরীফুজ্জামান জিহাদী, মাওলানা আবুল কাশেম, হাফেজ আব্দুল আওয়াল, মাওলানা রুহুল আমিন, মাওলানা আমির হামযাহ প্রমুখ।
অনুষ্ঠানে দুই শতাধিক মাদ্রাসার মোহতামিম, স্থানীয় ওলামায়ে কেরাম, হাফেজ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৩২৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও মূল্যবান বই তুলে দেওয়া হয়।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited