বাংলাদেশ
তুমি কোনো ক্ষণস্থায়ী নাম নও,
তুমি যুগযুগান্তের মহাকাব্য,
মানবতার রক্তে লেখা অক্ষয় প্রতিজ্ঞা।
মায়ের দুধের মতো পবিত্র,
মাটির গন্ধের মতো অটুট,
মানুষের শ্বাসের মতো অমর
তুমি নাড়ীর টান, তুমি স্বদেশ,
তুমি পৃথিবী গড়ার প্রথম শপথ।
তুমি জন্মেছিলে অশ্রু আর রক্তের অগ্নিঝর্ণা থেকে,
তুমি উঠেছিলে শোষণ ভাঙা সূর্যের মতো
যেখানে মানুষ বলেছিলো :
“আমরা বাঁচবো, আমরা গড়বো,
আমরা হবো সত্যের আলোকযোদ্ধা।”
বাংলাদেশ
তোমার মাটিতে যে ঘাম ঝরে,
তা পরিণত হয় শস্যের অক্ষয় ভান্ডারে।
তোমার নদীতে যে স্রোত বয়ে চলে,
তা বহন করে স্বাধীনতার অমর গান।
তোমার আকাশে যে পাখি ডাকে,
তা উচ্চারণ করে
“মানুষের উপরে কিছু নাই,
সত্যের উপরে আর কিছু নাই।”
তুমি শুধু একটি ভূখণ্ড নও
তুমি মহাকাব্যের নায়ক,
তুমি সংগ্রামের রণক্লান্ত ঢোলের শব্দ,
তুমি জেগে থাকা চোখ,
তুমি মানবতার সিঁড়ি বেয়ে উঠা আলোর মশাল।
শত বছর পর,
সহস্র বছর পেরিয়ে
যখন পৃথিবীর মানচিত্রে
অনেক নাম মুছে যাবে ধুলোয়,
তখনও উচ্চারিত হবে অমর কণ্ঠে :
“বাংলাদেশ
মানুষ, মাটি আর সত্যের মহাগান।”











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited