অবকাশ যাপনে বর্তমানে কানাডায় অবস্থান করছেন ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সেখান থেকেই প্রযোজনা সংস্থা লেজার ভিশন-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
হিমির অভিযোগ, অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করে প্রযোজনা সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে ‘আপত্তিকর ও কুরুচিপূর্ণ জোকস’ প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে রোববার রাতে ফেসবুকে তিনি লিখেন—
“লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে মনগড়া জোকস লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে।”
হিমি আরও জানান, ওই পোস্টে তার নামে যে সংলাপ ব্যবহার করা হয়েছে, তা কোনো নাটকের সংলাপ নয়। এতে দর্শক বিভ্রান্ত হচ্ছেন এবং একজন শিল্পী হিসেবে এটি তার জন্য অসম্মানজনক। তিনি সতর্ক করে বলেন— ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত না থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
অভিনেত্রীর অভিযোগের জবাবে লেজার ভিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়—
“আমরা সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পীকে সম্মানের চোখে দেখি। অনিচ্ছাকৃত এ ভুলের কারণে হিমি যদি দুঃখ পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনো হবে না।”
পরে আরেকটি পোস্টে হিমি জানান, ভুল বুঝতে পেরে সব ফটোকার্ড সরিয়ে দিয়েছে লেজার ভিশন। এজন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান তিনি।