সৈয়দ সময়
হঠাৎ একটি কান্না,
একটি ভুল বার্তা,
একটি বিকৃত উত্তেজনা,
আর তারপর
আকাশজোড়া হিংস্র এক চিৎকার
মানুষ হয়ে ওঠে
অমানুষের উল্লাস!
নির্বাক এক মুখ,
বিষণ্ন চোখের দৃষ্টিপথে
ছিঁড়ে পড়ে মানবতা
মাটির নিচে চাপা পড়ে বিবেক!
মব সন্ত্রাস!
এ কোন সভ্যতা,
যেখানে রোদ উঠার আগেই
রক্ত ঝরে পিচঢালা রাস্তায়?
তুমি জানো না তার নাম,
তুমি জানো না তার অপরাধ,
তবু তুমি জানো
পেটাতে হবে,
গুঁড়িয়ে দিতে হবে,
জ্বালিয়ে দিতে হবে তার জীবন!
তোমার হাতে আইন নেই,
তোমার চোখে যুক্তি নেই,
তবু তুমি রায় দাও,
আর হাতে তুলে নাও
বিচারের নামে হত্যার ছুরি।
এই নয় মানবতা,
এই নয় সভ্যতা,
এ এক আধুনিক পিশাচতা
যেখানে ভিড়ের উন্মত্ততা
মুছে ফেলে একাকী মানুষের স্বপ্ন!
কবি, প্রতিবাদের পদ্যকার,
সাক্ষী হয়েছি নিরপরাধ মানুষের শেষ শ্বাসের,
আমি লিখছি তার পক্ষে,
যার মুখে আর কথা ওঠে না।
জেনে রেখো
একটি ভুল মুহূর্ত
চূর্ণ করে দিতে পারে একটি পরিবার,
একটি গুজব
দগ্ধ করে দিতে পারে শত বছর ধরে গড়া জীবন।
তাই বলি
মব নয়,
যুক্তি হোক ভাষা।
ভিড় নয়,
বিচার হোক প্রতিটি মানুষের অধিকার।
প্রতিহিংসা নয়,
প্রতিশ্রুতি দাও
আর কোনদিন এমন হবে না!