বহুল আলোচিত জুটি পরিচালক ভিকি জাহেদ ও অভিনেতা আফরান নিশো আবারও ফিরছেন নতুন গল্প নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সিরিজ ‘আকা’। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা-এটাই তার প্রথম পূর্ণাঙ্গ ওটিটি সিরিজ। এর আগে তুফান ছবিতে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি।
সিরিজটি নিয়ে পরিচালক ভিকি বলেন, ‘নানা ধরনের থ্রিলার বানিয়েছি, এটিও থ্রিলার; কিন্তু এই প্রথম থ্রিলারের মোড়কে সামাজিক বার্তা দিতে চেয়েছি। এটাকে সোশ্যাল থ্রিলার বলতে পারেন। নতুন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছি। মুক্তির পর কীভাবে নেন, সেটা বোঝা যাবে।’