গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল লোক। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে আজ বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে তিনি ফেসবুকে লাইভ করেছিলেন।
নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, তুহিন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায় বসবাস করে সাংবাদিকতা করতেন। পূর্বশত্রুতার জের ধরে ৫-৬ জন ধারালো অস্ত্র নিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদগাঁ মার্কেটের খায়রুলের চায়ের দোকানে গিয়ে আশ্রয় নেন। পরে সন্ত্রাসীরা তাকে দোকানে এলোপাথারি কোপাতে থাকে। একপর্যায়ে তার মৃত্যু হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited